03/13/2025 সর্বোচ্চ রান কোহলির, উইকেটে সেরা হাসারাঙ্গা
নট আউট ডেস্ক
১৪ নভেম্বর ২০২২ ২১:০২
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের ট্রফি জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ক্রিকেটের ক্ষুদে এই সংস্করণের বিশ্ব আসরে পারফর্ম করেছে অনেকেই। তবে দিন শেষে সেরাদের কাতারে বিরাট কোহলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, স্যাম কারান।
ব্যাট হাতে গেল এশিয়া কাপ দিয়ে রানে ফেরা কোহলি এবারের আসরে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ছয় ম্যাচে করেছেন ২৯৬ রান।
বল হাতে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে লঙ্কান তারকা ওয়ানিন্ডু হাসারাঙ্গা ইকোনোমি মাত্র ৬.৪১।
হাসারাঙ্গার পরেই অবস্থান করছেন স্যাম কারান। এই ইংলিশ পেসারের ইকোনোমিটাও বেশ সমীহ জাগানীয়া ৬.৫২। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিন নম্বরে নেদারল্যান্ডসের পেসার বাস ডি'লিড। আর চার নম্বরে রয়েছেন ১২ উইকেট নেয়া জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পাঁচ নম্বরে রয়েছেন ১১ উইকেট নেয়া প্রোটিয়া পেসার এনরিক নরকিয়া।
-নট আউট/এমআরএস