03/15/2025 ‘ফাইনাল খেলার যোগ্য ছিল না পাকিস্তান’
নট আউট ডেস্ক
১৫ নভেম্বর ২০২২ ০৬:৩২
নট আউট ডেস্কঃ টানা দুই হারে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান দল, বিশ্বকাপ শেষ করেছে রানার্সআপ হয়েই। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ বঞ্চিত হয়েছে বাবর আজমের দল। অবশ্য পাকিস্তান বিশ্বকাপের ফাইনাল খেলবে এমন বাজি ধরার লোক ছিল নেহাতেই কম। তবে ভারত ও জিম্বাবুয়ের কাছে হারার পর সেই সংখ্যাটা নেমে এসেছিল শূন্যে। যদিও ভাগ্যের সহায়তা শেষ পর্যন্ত নক আউটে উঠে যায় পাকিস্তান।
ফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পরই, পাকিস্তান দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দলটির সাবেক পেসার মোহাম্মদ আমির। এই পেসারের মতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যই ছিল না বাবর আজমরা। আমিরের মতে, আল্লাহর সহযোগিতা আর ভাগ্যের জোরে উঠেছে তারা।
পাকিস্তানের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে, এটাই অনেক বড় প্রাপ্তি। এই দলের কোনো যোগ্যতাই ছিল না ফাইনাল খেলার। আমরা কীভাবে ফাইনালে পৌঁছেছি, তা পুরো বিশ্ব জানে। পারফরম্যান্স দেখলেই বোঝা যায় যে কেমন ফল হতে পারে। আল্লাহর সহযোগিতায় আমরা ফাইনালে উঠেছি।’
ফাইনালে পাকিস্তান দল করতে পারেনি যুতসই ব্যাটিং। স্বল্প পুঁজি নিয়েও বোলিংয়ে নিজেদের সর্বোচ্চটাই উজাড় করে দিয়েছেন শাহিন-রউফরা। দলের পরাজয়ের কারণ হিসেবে তাই ব্যাটারদের ব্যর্থতাকেই সামনে এনেছেন আমির। তিনি আরও বলেন, ‘এমসিজির পিচ যে বোলারদের সাহায্য করবে তা জানাই ছিল। আমি আগেই বলেছিলাম যে প্রথম ম্যাচের মত পিচ হলে পাকিস্তানের ব্যাটিংলাইনকে ভুগতে হবে। ঠিক সেটাই হয়েছে।’
-নট আউট/টিএ