03/14/2025 কুমিল্লাতেই ঠিকানা মুস্তাফিজের
নট আউট ডেস্ক
১৭ নভেম্বর ২০২২ ২১:০২
নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। আসন্ন মৌসুমে পরিবর্তন আসেনি কোনভাবেই। আগামী বছরের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া নবম আসরে কুমিল্লার হয়ে খেলবেন কাটার মাস্টার। মুস্তাফিজকে রেখে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গেল আসরে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজুর রহমান। ১১ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। কুমিল্লার ট্রফি জয়ের নেপথ্যে কাটার মাস্টারের ভূমিকার গভীরতা কতটা ছিল তা খালি চোখে পরিস্কার।
প্লেয়ার্স ড্রাফটের বাইরে একজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো। সেই সুযোগ লুফে নিয়ে মুস্তাফিজকে রেখে দিয়েছে। কুমিল্লা। ২০২৩ বিপিএলের জন্য দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও চুক্তি করেছে তারা।
-নট আউট/এমআরএস