03/14/2025 বিপিএলে খুলনার হেড কোচ সুজন
নট আউট ডেস্ক
১৯ নভেম্বর ২০২২ ০৫:০০
নট আউট ডেস্কঃ আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
খুলনার হয়ে মাঠে নেতৃত্ব দিবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দলটি ইতিমধ্যে পাকিস্তানের নাসিম শাহ এবং ওয়াব রিয়াজকে দলে ভিড়িয়েছে। সেই সাথে শ্রীলঙ্কার ডানহাতি ব্যাটার আভিষ্কা ফার্নান্দো খেলবেন খুলনার হয়ে।
এদিকে রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। সিলেট স্ট্রাইকার্স আস্থা রেখেছে রাজিন সালেহর উপর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ নভেম্বর রাজধানীর অভিজাত এক হোটেলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
-নট আউট/এমআরএস