03/12/2025 সিলেটে মাশরাফি, তাসকিনের ঠিকানা ঢাকায়!
নট আউট ডেস্ক
২০ নভেম্বর ২০২২ ০৮:৫৮
নট আউট ডেস্কঃ আগামী বছরের (২০২৩) শুরুতেই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। টুর্নামেন্ট শুরুর ঢের বাকি থাকলেও, ইতিমধ্যেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি গুলো। দিন চারেক বাদেই অনুষ্ঠিত হয়ে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এর আগেই অবশ্য বিদেশি ক্রিকেটারদে সাইনিং করাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া দেশীয় কোটায় এক জন করে ক্রিকেটারকেই চুক্তিবদ্ধ করেছে সাত ফ্র্যাঞ্চাইজি।
যেখানে পঞ্চপাণ্ডবদের ৫ জনের তিন জন সরাসরি দল পেলেও, উপেক্ষিত থেকে গেছেন বিপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফিকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবারও থাকছেন বরিশালেই।
অন্যদিকে টাইগারদের ওয়ানডে অধিনায়ক নাম লিখিয়েছে খুলনা টাইগার্সে৷ লোকাল সাইনিংয়ের মাধ্যমে দলের সঙ্গে যুক্ত হয়েছেন এই তালিকায় আছেন মুস্তাফিজ-তাসকিনরাও। গেল বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ধরে রেখেছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও আফিফকে ধরে রেখেছেন
এদিকে প্রথমবারের মতো ঢাকার জার্সিতে মাঠ মাতাবেন স্পিড স্টার তাসকিন আহমেদ। রংপুরে পাড়ি জমিয়েছেন নুরুল হাসান সোহান। তবে আসরেও আইকন ক্রিকেটার হিসেবে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এই তালিকা থেকে বাদ গেছেন।
দলের নাম | সরাসরি চুক্তিতে দল পাওয়া ক্রিকেটার |
ঢাকা | তাসকিন আহমেদ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | আফিফ হোসেন ধ্রুব |
রংপুর রাইডার্স | নুরুল হাসান সোহান |
সিলেট স্ট্রাইকার্স |
মাশরাফী বিন মোর্ত্তজা |
খুলনা টাইগার্স | তামিম ইকবাল খান |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | মুস্তাফিজুর রহমান |
ফরচুন বরিশাল | সাকিব আল হাসান |
-নট আউট/টিএ