03/15/2025 বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়লেন পুরান
নট আউট ডেস্ক
২২ নভেম্বর ২০২২ ২৩:১৯
নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপটা খুব একটা সুখকর ছিল না ওয়েস্ট ইন্ডিজের জন্য। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা উঠতে ব্যর্থ হয়েছিল সুপার টুয়েলভে। দলের ব্যর্থতার জের ধরে এবার তাই ক্যারিবীয়দের সাদা বলের নেতৃত্বটাই ছেড়ে দিলেন নিকোলাস পুরান।
চলতি বছরের মে'তে ক্যারিবিয়ানদের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তারকা ক্রিকেটার কাইরান পোলার্ড। এরপর সেই দায়িত্বভার এসেছিল নিকোলাস পুরানের কাছেই। তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিল ক্যারিবীয়রা। তবে প্রথম রাউন্ড থেকেই বিশ্ব চ্যাম্পিয়নদের নিতে হয়েছিল বিদায়।
দলের ব্যর্থতায় এবার তাই নেতৃত্ব ছেড়েছেন পুরান। দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে এই তারকা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়কত্ব নিয়ে অনেক ভেবেছি। আমি অত্যন্ত গর্ব এবং ভালোবাসার সঙ্গে ওই দায়িত্বভার গ্রহণ করেছিলাম। গত বছর সেই দায়িত্ব পালনের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। শুধুমাত্র এই বিশ্বকাপ দিয়ে আমাদের বিচার করা ঠিক নয়। আগামী বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ এবং তারপরের জন্যও যাতে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়, তাই আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে পর্যাপ্ত সময় দিতে চাইছি।'
দেশের স্বার্থে ক্যারিবীয়দের নেতৃত্ব ছাড়লেও, খেলে যেতে চান জাতীয় দলের হয়ে। রাখতে চান গুরুত্বপূর্ণ অবদান। পুরান আরও বলেন, ‘(দলের স্বার্থে) এবং নিজের ব্যক্তিগত স্বার্থে সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। যাতে আমি শুধুমাত্র খেলোয়াড় হিসেবে দলের হয়ে ভালো খেলার দিকে মনোযোগ দিতে পারি। আমি চাই যে আমরা সফল হই এবং আগামীতে দলে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি।’
-নট আউট/টিএ