03/14/2025 লাথামের সেঞ্চুরিতে ভারতকে হারালো নিউজিল্যান্ড
নট আউট ডেস্ক
২৬ নভেম্বর ২০২২ ০৩:৫৬
নট আউট ডেস্কঃ ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার স্বাগতিকরা জয় পেয়েছে ৭ উইকেটে।
ভারতের দেওয়া ৩০৭ রানের টার্গেট তাড়া করতে শুরুটা ভালো করলেও বড় জুটি করতে পারেনি ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। দলীয় ৩৫ রানে আউট হন অ্যালেন। এরপর ৬৮ রানে কনওয়ে ও ৮৮ রানে ড্যারিল মিচেল আউট হলে চাপে পড়ে নিউজিল্যান্ড। সেই চাপ সামাল দিয়ে দলের জয় নিশ্চিত করে টম লাথাম ও কেন উইলিয়ামসন। লাথাম ১০৪ বলে ১৪৫ ও কেন উইলিয়ামসন করেন ৯৮ বলে ৯৪ রান।
ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও স্বাগতিক বোলারদের শুরুটা মোটেও ভালো হয়নি। শেখর ধাওয়ান ও সুবমান গিল উদ্বোধনী জুটিতে যোগ করেন ১২৪ রান। ধাওয়ান ৭২ ও গিল আউট হয় ৫০ রানে।
এদিন ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন শ্রেয়াস আইয়ার। এই মিডল অর্ডার ব্যাটার ৭৬ বলে করেছেন ৮০ রান। সমান ৪টি করে চার-ছক্কা হাঁকিয়েছেন তিনি। কিউইদের হয়ে ৫৯ রানে ৩ উইকেট শিকার করেছেন লকি ফার্গুসন।
-নট আউট/এমআরএস