03/14/2025 বিগ ব্যাশে লিভিংস্টোনের বদলি গাপটিল
নট আউট ডেস্ক
২৬ নভেম্বর ২০২২ ০৪:২৯
নট আউট ডেস্কঃ আগামী মাসের প্রথমদিনে সাদা পোষাকে মাঠে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে দলে রয়েছেন লিয়াম লিভিংস্টোন। যার ফলে বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিতে হয়েছে এই অলরাউন্ডারের। লিভিংস্টোননের বদলি হিসেবে মার্টিন গাপটিলকে দলে টেনেছে মেলবোর্ন রেনেগেডস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এ প্রসঙ্গে গাপটিল বলেন, ‘আমি রেনেগেডসে যোগ দিতে পেরে রোমাঞ্চিত এবং এই মৌসুমে বিগ ব্যাশের অংশ হওয়ার অপেক্ষায় আছি। এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ, আমি রেনেগেসডদের মইয়ের উপরে উঠতে এবং দলের সাফল্যের জন্য যতটা সম্ভব রান করার চেষ্টা করব।’
‘আমি কয়েক বছর ধরে আন্তর্জাতিক সার্কিটে কিছু লোকের সঙ্গে পথ অতিক্রম করেছি এবং জানি যে এটি একটি দুর্দান্ত দলের পরিবেশ হবে। আমি ক্রিসমাসের পরে দলের সাথে যোগ দিতে এবং মার্ভেল স্টেডিয়ামে [ডকল্যান্ডস] এবং জিলং-এ প্রচুর রেনেগেডস ভক্তদের সামনে খেলার জন্য অপেক্ষা করতে পারি না।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাথে থাকলেও ম্যাচ খেলা হয়নি গাপটিলের। দেশে ফিরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ না পাওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
গাপটিল জানিয়েছিলেন, “নিজ দেশের হয়ে খেলা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ব্ল্যাকক্যাপস এবং এনজিসির যারা আমাকে সমর্থন করে গেছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যদিও আমি কেন্দ্রীয় চুক্তিতে থাকব না, তবে নিউজিল্যান্ডের জন্য এখনও অ্যাভাইলেবল। কিন্তু, আমি অন্যান্য সুযোগুলোই নিতে চাই এবং পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে চাই”-বলছিলেন গাপটিল
-নট আউট/এমআরএস