03/14/2025 মিঠুনকে অধিনায়ক করে দল ঘোষণা বাংলাদেশের
নট আউট ডেস্ক
২৬ নভেম্বর ২০২২ ০৬:৫৪
নট আউট ডেস্কঃ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলতে ভারত ‘এ’ দল এখন বাংলাদেশে। আসন্ন প্রথম চার দিনের ম্যাচের জন্য এবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন মোহাম্মদ মিঠুন।
ভারত সিরিজের দলে থাকা থাকা নাজমুল হোসেন শান্ত রয়েছে ‘এ’ দলের স্কোয়াডেও। এছাড়া টেস্টের নিয়মিত মুখ মুমিনুল হক, মোসাদ্দেক সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদরাও আছেন ‘এ’ দলের স্কোয়াডে।
আগামী ২৯ নভেম্বর থেকে ভারত 'এ' দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুদল। যেটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ ও সুমন খান।
-নট আউট/টিএ