03/13/2025 পাকিস্তানে বন্যার্তদের পাশে স্টোকস
নট আউট ডেস্ক
২৯ নভেম্বর ২০২২ ২০:২৬
নট আউট ডেস্কঃ চলতি বছরে পাকিস্তানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা সংগঠিত হয়েছে। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। এই দূর্ভোগ প্রভাব ফেলেছে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকসের মনে। যার ফলে আসন্ন সিরিজে নিজের ম্যাচ ফি এর সম্পূর্ণ টাকা দেশটির বন্যা তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন তিনি। তিন ম্যাচ মিলিয়ে তার ম্যাচ ফির মোট পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৫৩ লাখ টাকারও বেশি।
বেন স্টোকস বলেন, 'পাকিস্তানে এ বছর যে ভয়ংকর বন্যা আঘাত করেছে, সেটি দেখে খারাপ লেগেছে। এ দেশ ও দেশের মানুষদের জন্য এর প্রভাব বেশ বড়। এই খেলা জীবনে অনেক কিছু দিয়েছে আমাকে। ক্রিকেট ছাড়িয়ে কিছু ফিরিয়ে দেওয়াটাই ঠিক মনে হয় আমার কাছে। টেস্ট সিরিজ থেকে পাওয়া ম্যাচ ফি আমি পাকিস্তানের বন্যা তহবিলে দেব। যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পুনর্গঠনে আশা করি এ অনুদান কাজে আসবে। '
বিশ্বকাপের আগে ১৭ বছর পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল ইংলিশরা। সমান সংখ্যক বছর পর এবার টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজ নিয়ে উচ্ছ্বসিত স্টোকস।
স্টোকস বলেন,'ঐতিহাসিক এ্ই সিরিজ খেলতে প্রথমবার পাকিস্তানে আসতে পেরে ভালো লাগছে। ১৭ বছর পর টেস্ট দল হিসেবে আসাটা রোমাঞ্চকর। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে একটা দায়িত্বশীল মনোভাব আছে, এখানে আসতে পারা বিশেষ কিছু। '
-নট আউট/এমআরএস