03/13/2025 বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান
নট আউট ডেস্ক
২৯ নভেম্বর ২০২২ ২২:১৩
নট আউট ডেস্কঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। ইতিমধ্যেই এই বিশ্বকাপের জন্য স্বাগতিক ভারতের সাথে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশসহ আরও ৫টি দেশ। এবার সপ্তম দল হিসেবে ভারত বিশ্বকাপে খেলা নিশ্চিত করছে আফগানিস্তানও।
সরাসরি বিশ্বকাপে খেলা আফগানিস্তানের ছিল সময়ের ব্যাপার মাত্র। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে সেই কাজটা করে রেখেছিল আরও সহজ। রোববার (২৭ নভেম্বর) শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতলেই নিশ্চিত হয়ে যেত আফগানিস্তানের বিশ্বকাপ খেলা। তবে, বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে গেলে সেই ম্যাচ থেকে অর্ধেক পয়েন্ট পেয়েই সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে তারা।
উল্লেখ্য, চলমান সুপার লিগ থেকে স্বাগতিক দেশসহ মোট ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। ইতিমধ্যেই ৭টি দেশ সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। অষ্টম দল হিসেবে বিশ্বকাপে খেলার দৌড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড।
-নট আউট/টিএ