03/14/2025 ভারতের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক লিটন
নট আউট ডেস্ক
৩ ডিসেম্বর ২০২২ ০৪:৩৮
নট আউট ডেস্কঃ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ইনজুরিতে ছিটকে গিয়েছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। যার ফলে তিন ম্যাচের এই সিরিজে নেতৃত্ব দিবেন উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ্য থেকে জানানো হয়েছে এমনটি।
লিটনের অধিনায়কত্ব নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘লিটন আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড়দের একজন এবং তার মধ্যে অধিনায়ক্ত্বের গুণাবলি ইতোমধ্যেই দেখা গেছে। তার ক্রিকেটীয় মেধা দুর্দান্ত এবং খেলা সম্পর্কে জ্ঞানও বেশ ভালো। ভারতের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ সিরিজে তামিমকে হারানো বেশ দুর্ভাগ্যজনক ব্যাপার। তার অধিনায়কত্বে আমরা গত দুই বছর দুর্দান্ত ক্রিকেট খেলেছি এবং ব্যাটার হিসেবেও সে সবচেয়ে অভিজ্ঞ। ভারতের বিপক্ষে সিরিজে আমরা অবশ্যই তাকে মিস করব তবে অধিনায়ক হিসেবে ভালো করার সামর্থ্য লিটনেরও রয়েছে।’
আগামী রোববার মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে।৭ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচও মিরপুরেই। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু হবে। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।
-নট আউট/এমআরএস