03/14/2025 বাংলাদেশ সিরিজে শামির বিকল্প উমরান মালিক
নট আউট ডেস্ক
৩ ডিসেম্বর ২০২২ ২৩:১২
নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এই ডানহাতি ফাস্ট বোলারের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন উমরান মালিক। আইপিএলের সবশেষ আসরে গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বুকে ভয় ধরিয়েছিলেন।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে এমনটাই। জানা গেছে, এই ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজও খেলবেন না শামি।
মূলত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েই এই ইনজুরিতে পড়েন শামি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিতে বিশ্রামে রাখা হয় তাকে। এবার এই ইনজুরিতে বছরের বাকি সময়টা নাও খেলতে পারেন তিনি।
বিসিসিআই বলেছে, 'বাংলাদেশ সিরিজের আগে অনুশীলন করতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এই মুহূর্তে সে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে আছে।'
'সে এই তিন ম্যাচে খেলার মতো অবস্থায় নেই। ভারতের নির্বাচক কমিটি তার জায়গায় উমরান মালিককে বদলি হিসেবে বিবেচনা করছে।'
-নট আউট/এমআরএস