03/16/2025 টস জিতলেন লিটন, ব্যাটিংয়ে সফরকারী ভারত
নট আউট ডেস্ক
৪ ডিসেম্বর ২০২২ ২৩:০০
নট আউট ডেস্কঃ কিছুক্ষণ বাদেই শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টস ভাগ্যে জয়লাভ করেছে বাংলাদেশ। আর টস জিতে সফরকারী ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে ছিটকে যাওয়ায়, নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বেই মাঠে নেমেছে বাংলাদেশ। এদিকে চোটের কারণে দলে নেই ইনফর্ম পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে চোটে ভারতের একাদশে নেই মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজারাও।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, কুলদীপ সেন, শাহবাজ আহমেদ।
-নট আউট/টিএ