03/15/2025 রাওয়ালপিন্ডি টেস্ট হেরে দুঃসংবাদ পেল পাকিস্তান
নট আউট ডেস্ক
৬ ডিসেম্বর ২০২২ ২২:৪৬
নট আউট ডেস্কঃ রাওয়াপিন্ডি টেস্টে স্টোকসদের দুঃসাহসিকতায় দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে হেরে এমনিতেই চাপের মুখে থাকা পাকিস্তান, পেয়েছে এবার বড় দুঃসংবাদ। চোটের কারণে মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না গতি তারকা হ্যারিস রউফের।
রাওয়ালপিন্ডি টেস্টে ফিল্ডিং করার সময় বলের উপর পা দিয়ে চোট পান রউফ। যার কারণে প্রথম ইনিংসে মাত্র ১৩ ওভার বল করেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে এই তারকা পেসারকে বল করতে দেখা যায়নি। যার কারণে মুলতান টেস্ট রউফকে পাচ্ছে না পাকিস্তান, অনিশ্চিত রয়েছে সিরিজের বাকি অংশে তাকে পাওয়া নিয়েও।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ছিল, লাল বলের ক্রিকেটে পাকিস্তানের জার্সিতে হ্যারিস রউফের অভিষেক ম্যাচ। চোটের কারণে নিশ্চিতভাবে অভিষেকটা স্মরণীয় করে রাখা হলো না এই পেসারের।
এদিকে রউফের চোটের খানিকটা চাপেই পড়তে হচ্ছে স্বাগতিক পাকিস্তানকে। কেননা চোটের কারণে স্কোয়াডেই নেই দলের অন্যতম সেরা পেসার শাহিন আফ্রিদিও। ১৮ জনের স্কোয়াডে রউফের বিকল্প হিসেবে রয়েছে কেবল ওয়াসিম জুনিয়র। যদিও এই ফরম্যাটে এখনও ওয়াসিমের অভিষেকই হয়নি।
-নট আউট/টিএ