03/14/2025 মাস সেরার দৌড়ে দুই ইংলিশের সাথে এক পাকিস্তানি
নট আউট ডেস্ক
৭ ডিসেম্বর ২০২২ ০৭:১২
নট আউট ডেস্কঃ আইসিসির নভেম্বর মাস সেরা প্রতিযোগীতায় মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ, ও জস বাটলার। তৃতীয় ক্রিকেটার হিসেবে রয়েছেন পাকিস্তানের শাহীন আফ্রিদি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই তিন ক্রিকেটারই আলো ছড়িয়েছেন।
জস বাটলারের নেতৃত্বে দ্বিতীয়বার ট্রফি জিতেছে ইংল্যান্ড। ব্যাট হাতেও ছন্দে ছিলেন ভালোভাবেই। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৭৩ রান ও সেমিফাইনালে ভারতের বিপক্ষে করেছেন ৪৯ বলে ৮০ রান।
আসর জুড়ে প্রতিপক্ষ ব্যাটারদের বল হাতে চাপে রেখেছিলেন আদিল রশিদ। শ্রীলংকার বিপক্ষে ৪ ওভারে ১৬ রান ও ফাইনালে ভারতের বিপক্ষে ২২ রান খরচে ১ উইকেট নিয়েছেন এই লেগস্পিনার।
বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও শেষ ছিল দূরন্ত। এই আসরে ৭.৩০ গড়ে নিয়েছেন ১০ উইকেট। বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছেন তিনি।
-নট আউট/এমআরএস