03/13/2025 ভারতকে সিরিজ হারিয়ে অধিনায়কের স্বপ্ন পূরণ
নট আউট ডেস্ক
৮ ডিসেম্বর ২০২২ ২১:২৯
নট আউট ডেস্কঃ ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তামিমের খারাপ সময়ে দলের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। প্রথম অ্যাসাইনমেন্টে সফল এই উইকেট রক্ষক ব্যাটার।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় ম্যাচ শুরুর আগেই ট্রফির মালিক বনে গেছেন টাইগাররা। আর এমন বিজয়ে নিজের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'আমি খুবই খুশি। অধিনায়ক হিসেবে সিরিজ জয়-আমার জন্য স্বপ্ন সত্যি হয়েছে।'
প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। রিয়াদ-মিরাজ জুটিতে বড় সংগ্রহ পায় দল। রিয়াদ আউট হওয়ার নাসুমকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেছেন মিরাজ। মিরাজের ব্যক্তিগত শতকে স্কোরবোর্ডে জমা হয়েছিল ২৭১ রান।
লিটনের মতে এই সংগ্রহ মিরপুরের উইকেটে জয়ের জন্য যথেষ্ট ছিল। তিনি বলেন, 'আমি মনে করি, মিরপুরের উইকেটে ২৪০ রান জয়ের জন্য যথেষ্ট। আমরা শুরুতেই ছয় উইকেট হারিয়েছি তবে মিরাজ এবং রিয়াদ ভাই যেভাবে ব্যাটিং করেছে এটা সত্যিই অসাধারণ।'
-নট আউট/এমআরএস