03/13/2025 রুটকে সরিয়ে টেস্টের শীর্ষ ব্যাটসম্যান লাবুশেন
নট আউট ডেস্ক
৮ ডিসেম্বর ২০২২ ২২:৩৮
নট আউট ডেস্কঃ সাদা পোষাকে ইংলিশ সাবেক অধিনায়ক জো রুটের রাজত্বে হানা চালালেন অজি ব্যাটার মার্নাস লাবুশনে। রুটকে সরিয়ে আবারও নাম্বার ওয়ান জায়গা নিজের করে নিয়েছেন এই ব্যাটার। আইসিসি প্রকাশিত সবশেষ প্রকাশিত হালনাগাদে মিলেছে এই তথ্য।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে রুট করেছেন ৯৬ রান। অপরদিকে উইন্ডিজের বিপক্ষে লাবুশনে উইন্ডিজের বিপক্ষে করেছেন ৩০৮ রান।
লাবুশানের এই রানে প্রথম ইনিংসে রয়েছে ২০৪ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৪ রান। ক্যারিয়ারে আবারও বড় ধরনের সফলতা পেল অজি ক্রিকেটার।
-নট আউট/এমআরএস