03/13/2025 বাংলাদেশের কাছে হারে রোহিত-কোহলিদের তলব
নট আউট ডেস্ক
৮ ডিসেম্বর ২০২২ ২৩:৩৭
নট আউট ডেস্কঃ বাংলাদেশের কাছে এক ম্যাচ হাতে রেখে ভারতের সিরিজ হার, এমন সংবাদ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে সবদিকে। নিজেদের হার কোনভাবেই মানতে পারছেন না ভারতীয় ক্রিকেট বোর্ড। সিরিজ হারে নতুন করে কোচ রাহুল দ্রাবিড় ও রোহিত-কোহলিদের তলব করেছে বিসিসিআই। বাংলাদেশ সফর শেষেই এই বৈঠকের কথা রয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘বাংলাদেশে যাওয়ার আগেই দলের কোচ, অধিনায়কের সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তখন বোর্ডের কয়েক জন সদস্য ব্যস্ত হয়ে যাওয়ায় বৈঠক হয়নি। বাংলাদেশ থেকে ফিরলেই রোহিতদের সঙ্গে বসব আমরা। বাংলাদেশের কাছে যে দল এ ভাবে হারবে, সেটা আমরা ভাবতে পারিনি।’’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পরেও একটি বৈঠক ডেকেছিল বিসিসিআই। রোহিত-দ্রাবিড়দের সেখানেও তলব করা হয়েছিল। কিন্তু বোর্ডের কয়েক জন আধিকারিক ব্যস্ত থাকায় সে সময় বৈঠক হয়নি।
আইসিসি প্রতিযোগিতায় ধারাবাহিক ভাবে ব্যর্থ ভারতীয় দল। শেষ বার ২০১৩ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার পর থেকে বার বার আইসিসি প্রতিযোগিতা থেকে খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে। আগামী বছর দেশের মাটিতে যাতে মুখ না পোড়ে তার জন্য সতর্ক বোর্ড। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বিসিসিআই।
-নট আউট/এমআরএস