03/14/2025 ৮ মাস পর টেস্টে ফিরলেন উড
নট আউট ডেস্ক
৯ ডিসেম্বর ২০২২ ১৯:৩৩
নট আউট ডেস্ক: চোট কাটিয়ে প্রায় ৮ মাস পর টেস্ট দলে ফিরলেন মার্ক উড৷ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একাদশে থাকা প্রায় নিশ্চিত৷
সর্বশেষ গত মার্চে ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে খেলেছিলেন উড। এরপর কনুইয়ের চোটের কারণে তিনি খেলতে পারেননি। এবার মুলতান টেস্ট দিয়ে প্রায় আট মাস পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরছেন উড।
আগের টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন লিয়াম লিভিংস্টোন। এই অলরাউন্ডার মূলত চোটের কারণে মুলতানে খেলতে পারছেন না। তার জায়গায় উডকে একাদশে রাখায় পেস ইউনিটের শক্তি বেড়েছে ইংলিশদের।
মুলতান টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), উইল জ্যাকস, মার্ক উড, জ্যাক লিচ, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন।
-নট আউট/এমআরএস