03/14/2025 কিষাণে বিধ্বস্ত বাংলাদেশ, হোয়াইটওয়াশ করতে লিটনদের প্রয়োজন ৪১০রান
নট আউট ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২ ০২:৫৭
নট আউট ডেস্কঃ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৪১০ রানের টার্গেট দিয়েছে সফরকারী ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারালেও ভালোভাবেই চাপ সামাল দিয়েছে ইশান কিষাণ ও বিরাট কোহলি। শেষ পর্যন্ত ইশানের ডাবল সেঞ্চুরি ও বিরাট কোহলি হাকিয়েছেন ক্যারিয়ারের ৭২তম শতক।
টস হেরে আগে ব্যাটিং করা ভারত করে ৮ উইকেটে ৪০৯। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল ইংল্যান্ডের। ২০০৫ সালে নটিংহ্যামে ৩৯১ রান করেছিল ইংলিশরা।
বাংলাদেশকে রেকর্ড গড়ার চ্যালেঞ্জ দিল ভারত। এর আগে সাড়ে তিনশ রান তাড়া করে কখনও জিততে পারেনি বাংলাদেশ। ২০১৯ সালে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের লক্ষ্যে জয় তাদের রান তাড়ায় সেরা সাফল্য।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরিতে ১০ ছক্কা ও ২৬ চারে ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেন ইশান। কোহলি করেন ২ ছক্কা ও ১১ চারে ১১৩ রান। দুইজনে গড়েন ২৯০ রানের রেকর্ড জুটি।
-নট আউট/এমআরএস