03/13/2025 ইতিবাচক চিন্তায় সিরিজ সেরা মিরাজ
নট আউট ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২ ০৭:৪৫
নট আউট ডেস্ক: দ্বিতীয় বারের মত ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ৷ তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হারলেও প্রথম দুইটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা৷ জয় পাওয়া এই দুই ম্যাচেই নায়ক ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ৷
সিরিজের তিন ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৪১ রান৷ সিরিজে সর্বোচ্চ ইনিংস ১০০৷ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকটি এসেছিল সিরিজের দ্বিতীয় ম্যাচে৷ সিরিজ শেষে মিরাজ জানিয়েছেন আরেকবার নিজের ভাবনার কথা৷
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, প্রতিটি ফরম্যাটেই তারা (ভারত) ভালো দল। গত কয়েক বছর আমরা ভালো করছি। সামনে বিশ্বকাপ আছে এবং আগামী বছর আমরা ভালো করতে পারব। আমাদের অনেক সিনিয়র প্লেয়ার আছে। তারা আমাদের সমর্থন করছে। আমরা আত্মবিশ্বাস অর্জন করি। আমরা ভাল পেতে চাই. আমি প্রতিবার ইতিবাচক চিন্তা করার চেষ্টা করি।
মিরাজের উপর ম্যানেজমেন্টের ভরসা সবসময় উর্ধ্বমুখী৷ গেল এশিয়া কাপ ও বিশ্বকাপে মেকশিফট ওপেনার হিসেবেও ব্যবহার করা হয়েছিল তাকে৷ দুই ইভেন্টে খুব বেশি সুবিধা করতে না পারলেও দ্বিপাক্ষিক এই সিরিজে নিজের জাত চেনালেন তিনি৷
-নট আউট/এমআরএস