03/16/2025 কুলদীপ-অশ্বিনের শক্ত জোটে বাড়ছে চাপ
নট আউট ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২২ ২২:৩৭
নট আউট ডেস্কঃ ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড গতকালই ভেঙে দিয়েছিল টাইগার বোলাররা। স্বীকৃত ব্যাটারদের মধ্যে কেবল ছিলেন শ্রেয়াস আইয়ারই। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় তাকেও ফিরিয়েছেন এবাদত হোসেন। তাতেই কত অল্প রানে ভারতকে আটকে দেওয়া যায় সেটাই ছিল প্রশ্ন। তবে, অষ্টম উইকেট জুটিতে শক্ত প্রতিরোধ গড়েছেন কুলদীপ যাদব ও রবীচন্দ্রন অশ্বিন। তাতেই প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা করতে পারেনি সুবিধা। এই দু'জনের ব্যাটে চড়েই ৩৪৮ রান তুলে লাঞ্চে যায় ভারত।
৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে ভারত। তবে দিনের শুরুতেই সফরকারীরা হারিয়ে বসে আগের দিনের সেট ব্যাটার শ্রেয়াস আইয়ারের উইকেট। ৮২ রান নিয়ে দিন শুরু করা আইয়ার থামেন ১০ চারে ৮৬ রানে। তাতেই দলীয় তিনশ পার করার আগেই ভারত হারায় ৭ উইকেট।
এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ রবীচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। এই দু'জনের ব্যাটে চড়ে দলীয় সংগ্রহ বড় করতে থাকে ভারত। এরই মধ্যে এই দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলেছে ২২ ওভার। তুলেছে ৫০ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩৪৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত। অশ্বিন ৪০ আর কুলদীপ অপরাজিত ২১ রানে।
-নট আউট/টিএ