03/13/2025 সাকিব-মিরাজের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছেন জাকির
নট আউট ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২ ০৫:২৪
নট আউট ডেস্কঃ তৃতীয় দিন শেষে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৭১, অপরদিকে ভারতের ১০ উইকেট। সময় গড়িয়ে পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন ২৪১, আর সফরকারীদের ৪ উইকেট। এমন অবস্থাতেও এই ম্যাচে জয়ের স্বপ্ন দেখছেন অভিষেক টেস্টে শতক হাকানো জাকির হাসান। মূলত এখনও ব্যাটিংয়ে অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ রয়েছেন বলেই জাকিরের বিশ্বাস জয় পাওয়া সম্ভব।
চতুর্থ দিন শেষে সাকিব ৬৯ বল খেলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। মিরাজ ৪০ বলে খেলে ৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে এই দুজনই স্বীকৃত ব্যাটার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকির বলেন, 'অবশ্যই, সাকিব ভাই আর মিরাজ যেভাবে ব্যাটিং করছে আশা করি তারা যদি খেলতে পারে আরও একটু আমাদের লক্ষ্যেও পৌঁছানো সম্ভব।'
তৃতীয় দিনে ভারতকে চালকের আসনে বসিয়েছে অক্ষর প্যাটেল। এই বোলার কতটা ভালো করেছে তা জানিয়েছে জাকির।
জাকির বলেন, 'অক্ষর প্যাটেল ওই সময়টায় খুব ভালো বোলিং করছিলো। আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনে আমাকে বিশেষ করে ভালো বল করছিলো। একটু জোরের উপর করছিলো আমি চাচ্ছিলাম যদি তার লেংথটা একটু পরিবর্তন করা যায়। সে খুবই ভালো বোলিং করেছে।'
-নট আউট/এমআরএস