03/16/2025 ফিরলেন দুই ওপেনার, লড়াইয়ে সাকিব-মুমিনুল
নট আউট ডেস্ক
২২ ডিসেম্বর ২০২২ ২২:৩৬
নট আউট ডেস্কঃ মিরপুরে শুরু হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলীয় পঞ্চাশ পার করার আগেই অবশ্য হারিয়েছে দুই ওপেনারকে। লাঞ্চের আগে অভিজ্ঞ সাকিব-মুমিনুল ধরেছে দলের হাল। শেষ পর্যন্ত ৮২ রান তুলেই লাঞ্চে যায় বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে,দুই ওপেনার দেখে শুনে সাবধানী শুরু এনে দেন। দুইজনেই মাঠে কাটিয়ে দেন প্রথম সেশনের অর্ধেকটাই। দলীয় ৩৯ রানের মাথায় ভাঙে টাইগারদের উদ্বোধনী জুটি। দীর্ঘ এক যুগ পর ভারতের জার্সিতে টেস্ট খেলতে নামা জয়দেব উনাদকাটের শিকার হয়ে ১৫ রান করে ফিরেন ওপেনার জাকির হাসান।
পরের ওভারে এসেই অশ্বিন ফেরান আরেক ওপেনার নাজমুল শান্তকে। ফেরার আগে শান্ত খেলেন ২৪ রানের ইনিংস। পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ পড়ে বিপাকে। তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মুমিনুল হক।
এই দু'জনের ব্যাটে চড়েই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করছে বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। বাংলাদেশ তুলেছে ৮২ রান। মুমিনুল হক ২৩ ও সাকিব অপরাজিত আছেন ১৬ রান করে।
-নট আউট/টিএ