03/14/2025 আইপিএলে লিটনের দল পাওয়ায় খুশি হার্শা ভোগলে
নট আউট ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২২ ২২:১২
নট আউট ডেস্কঃ আইপিএলে মিনি নিলামের আগে যে কয়েকজন ক্রিকেটার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাদের একজন লিটন দাস। তবে শুক্রবার (২৩ ডিসেম্বর) শুরুতে হতাশ হয়েছে অনেকেই, যখন প্রথম ডাকে দল পায়নি এই উইকেট রক্ষক ব্যাটার। অবশ্য শেষ পর্যন্ত হতাশা নিয়ে দিন পার করতে হয়নি ভক্তদের। কলকাতা নাইট রাইর্ডাস দলে ভিড়িয়েছেন লিটনকে।
ক্রিকেটের সাথে যুক্ত এমন মানুষদের মধ্যে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে বরাবরাই লিটনকে নিয়ে মুগ্ধ। লিটনের দল পাওয়া নিয়ে তিনি বেজায় খুশি।
নিলাম শেষে নিজের মতামত টুইটারে জানিয়েছেন হার্শা ভোগলে। তিনি লেখেন, ‘আমরা দারুণ এক আইপিএল আসর পাচ্ছি। দলগুলোকে খুব শক্তিশালী লাগছে। কয়েকজনের চড়া দাম দেখে অবাক হয়েছি তবে যেহেতু দলগুলোর হাতে খরচ করার জন্য অর্থ বেশি এটাই হবার ছিল। জশ লিটল, সিকান্দার রাজা, ডেভিড ভিসা, লিটন দাসদের মত ক্রিকেটার সুযোগ পাওয়ায় খুব খুশি।’
-নট আউট/এমআরএস