03/14/2025 প্রথম সেশনে ব্যাকফুটে বাংলাদেশ
নট আউট ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২২ ২২:৩৯
নট আউট ডেস্কঃ ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেশনে ৬৪ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। দলীয় ৭১ রান নিয়ে সেশন শেষ করেছে স্বাগতিকরা।
তৃতীয় দিনের শুরুতেই আউট হয় ওপেনার নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে দারুণ ব্যাট করা মুমিনুল হক এদিন আউট হয়েছেন ব্যক্তিগত ৫ রানে।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সেট হলেও ইনিংস বড় করতে পারেনি এদিনও। ৩৬ বলে ১৩ করে আউট হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের আউটের পর ব্যাট করতে নেমে জাকিরকে সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহিম। অক্ষর প্যাটেলের বলে ৯ রানে আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
লাঞ্চ বিরতির আগে ৩৭ রানে অপরাজিত রয়েছেন ওপেনার জাকির হাসান। সঙ্গে শূন্য রান নিয়ে ব্যাটিংয়ে রয়েছেন লিটন দাস।
-নট আউট/এমআরএস