নট আউট ডেস্কঃ সিলেট বিভাগে প্রতিভাবান পেসারদের নিয়ে কাজ করার উদ্দ্যেগ নিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স। ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে এই পেসার হান্ট ইভেন্টে নির্বাচিত ক্রিকেটাররা বিপিএল আসর জুড়ে সিলেট স্ট্রাইকার্সের নেট বোলার হিসেবে অনুশীলন করার সুযোগ পাবেন। ফেসবুক পোষ্টে এমনটিই জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
সিলেট স্ট্রাইকার্সের এই উদ্দ্যেগে অংশ নিতে ক্রিকেটারদের রেজিষ্ট্রেশন করতে হবে আগামী ২৬ ডিসেম্বর। এদিন সিলেট জেলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে। রেজিষ্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন করতে জন্ম নিবন্ধন বা এনআইডি ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই জমা দিতে হবে। রেজিষ্ট্রেশন করা বোলাররা ২৭ ও ২৮ তারিখের সিলেট বিভাগীয় স্টেডিয়াম, লাক্কাতুরায় পেসার হান্ট ক্যাম্পে অংশ নেয়ার সুযোগ পাবেন।
সিলেট স্ট্রাইকার্স পেসার হান্ট-২০২৩ এর ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিভাগটির সবচেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্ম সেভ সিলেট।
বিদ্র: এই পেসার হান্ট ইভেন্টে শুধুমাত্র সিলেট বিভাগের ক্রিকেটাররাই অংশ নিতে পারবেন।
-নট আউট/এমআরএস