03/16/2025 বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ সাকিব
নট আউট ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২ ২২:৩২
নট আউট ডেস্কঃ ক্রীড়া লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) হীরকজয়ন্তীতে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে টপকে সেরা নির্বাচিত হয়েছেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়।
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বিএসপিএর ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের স্বাধীনতা-উত্তর (১৯৭১ সালের পর) সেরা ১০ ক্রীড়াবিদের তালিকা ঘোষণা করেছে। মোট ১২০ জন ক্রীড়াবিদের মধ্যে থেকেই ১০ জনকে মনোনীত করে ৯ সদস্যের স্বাধীন বিচারক প্যানেল। সেখানেই সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সাকিব আল হাসান, দ্বিতীয় হয়েছেন কাজী সালাউদ্দিন ও তৃতীয় হয়েছেন দাবাড়ু নিয়াজ মোর্শেদ।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর পেরিয়েছে ৫০ বছরেরও বেশি। এর পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে অনেকেই রেখে আসছেন অবদান। লাল-সবুজকে বুকে ধারণ করে অনেকেই অনেক ভাবে দেশের ক্রীড়াঙ্গনে সাফল্য এনেছেন। এবার বিএসপিএ' র উদ্যোগে সেটারই দেওয়া হয়েছে সম্মাননা।
এই তিনজন ছাড়াও মনোনীত হওয়া বাকিরা হলেন-প্রয়াত ফুটবলার মোনেম মুন্না, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, অ্যাথলেটিকসে প্রয়াত শাহ আলম, সাঁতারে মোশাররফ হোসেন খান, বক্সিংয়ে মোশারফ হোসেন, শুটিংয়ে আসিফ হোসেন খান ও গলফে সিদ্দিকুর রহমান।
-নট আউট/টিএ