03/13/2025 উইন অর উইন- আফ্রিদি
নট আউট ডেস্ক
১ জানুয়ারী ২০২৩ ০৪:২৯
নট আউট ডেস্কঃ আগামী ৬ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন পাকিস্তান গতি তারকা শাহিন আফ্রিদি। যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইনজুরিতে পড়ায় শঙ্কা জেগেছিল বিপিএল খেলা নিয়ে। তবে পাক পেসার নিজে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন।
শনিবার শাহীন শাহ আফ্রিদির একটি খুদে ভিডিও বার্তা প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লিখেছে, ‘বল হাতে প্রতিপক্ষের আতঙ্কের নাম, বর্তমান বিশ্বের সেরা বোলার পাকিস্তানি সুপারস্টার পেসার শাহীন শাহ আফ্রিদি এবার বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামবেন। ভিক্টোরিয়ান্সভক্তদের জন্য পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। আফ্রিদির জন্য একবার উইন অর উইন স্লোগান শুনতে চাই। ’
ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘হাই, আমি শাহীন আফ্রিদি। ২০২৩ বিপিএলের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে মুখিয়ে আছি আমি। উইন অর উইন। ’
-নট আউট/এমআরএস