03/15/2025 ‘শীঘ্রই দেখা হচ্ছে’, কলকাতার উদ্দেশ্যে লিটন
নট আউট ডেস্ক
১ জানুয়ারী ২০২৩ ০৪:৫৭
নট আউট ডেস্কঃ আইপিএল নিলামের পরদিন ভারতের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। সংবাদ সম্মেলনে আইপিএল নিয়ে করা প্রশ্নে লিটন বলেছিলেন, ‘সময় হলে আইপিএল নিয়ে ভাববেন।
আইপিএল নিয়ে সেই ভাবনার সময় হয়তো এসেছে লিটনের। শুক্রবার (৩০ ডিসেম্বর) কলকাতা নাইট রাইর্ডাস নিজেদের ফেসবুক পেজে লিটনের এক ভিডিও পোস্ট করেছে। যেখানে লিটনের উচ্ছ্বাসের কথা জানা গেছে।
লিটন বলেন, ‘এটি আমার প্রথম আইপিএল। আমি তাই কেকেআর পরিবারের অংশ হতে দারুণ রোমাঞ্চিত।’ এরপরই লিটনকে বাংলাতে কথা বলতে দেখা যায়। যেখানে তিনি বলেন, “খুব শ্রীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। করব, লড়ব, জিতব…।’
আইপিএলে সুযোগ পেলেও অনাপত্তিপত্র পাওয়া নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। কেননা ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের পর আয়ারল্যান্ড আসবে বাংলাদেশকে মোকাবেলা করতে। এরপর আবার বাংলাদেশ যাত্রা করবে আইরিশে। সবমিলে ব্যস্ত সূচীর বেড়াজালে পুরো বাংলাদেশ।
-নট আউট/এমআরএস