03/12/2025 খেলার সময় ব্যক্তিগত লক্ষ্য থাকেনা রাইডার্স অধিনায়কের
নট আউট ডেস্ক
২ জানুয়ারী ২০২৩ ২১:৩৩
নট আউট ডেস্কঃ ক্যারিয়ারের প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়কত্ব পেয়েছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। গতকাল দলীয় অনুশীলনের প্রথমদিন বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। নেতৃত্ব পাওয়ার পর গণমাধ্যমে কথাবলাকালীন সোহান জানিয়েছেন নিজের ভাবনার কথা।
নবম আসরে নিজেদের দল নিয়ে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় এবারের দলটি অনেক তরুণ ও ভারসম্যপূর্ণ। আমরা যদি আমাদের জায়গা থেকে ভালো কিছু করতে পারি, অবশ্যই ভালো কিছু আশা করব। সবাই যারা আছে, তাদের জন্য বড় সুযোগ। আমরা যদি সবাই সেরাটা দিতে পারি তাহলে ভালো কিছু হবে।’
ব্যক্তিগত ভাবনা নিয়ে সোহান বলেন, ‘যখন খেলি আমি, তখন ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে না। অধিনায়কত্ব করি কিংবা না করি দলের ওপরই ফোকাস থাকে। আমার জন্য দলে যে মূল্যবান জায়গা থাকবে, ওই জায়গায় পারফর্ম করতে চাই।’
-নট আউট/এমআরএস