03/14/2025 বরিশালের অনুশীলনে অনুপস্থিত সাকিব
নট আউট ডেস্ক
৩ জানুয়ারী ২০২৩ ০৫:২২
নট আউট ডেস্কঃ দিন চারেক বাদেই পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম। ব্যক্তিগতভাবে প্লেয়ার এতোদিন অনুশীলন চালিয়ে গেলেও, আজ (সোমবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দলগুলোর দলীয় অনুশীলন।
আনুষ্ঠানিকভাবে আজ থেকে অনুশীলন শুরু করে ফরচুন বরিশালও৷ তবে, প্রথম দিনের অনুশীলনেই অনুপস্থিত দলটির সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।
বরিশাল নিজেদের দলীয় অনুশীলন শুরু করলেও ছিলেন না সাকিব। তবে সাকিব না থাকলেও, রিয়াদ-মিরাজদের নিয়ে নবম আসরের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ফরচুন বরিশাল।
জানা গেছে, বিশ্রামে আছেন সাকিব আল হাসান। ছুটি কাটিয়ে আগামী ৫ জানুয়ারি থেকে অনুশীলনে ফেরার কথা রয়েছে তার। ৬ জানুয়ারি পর্দা উঠা বিপিএলের, পরদিন অর্থাৎ ৭ জানুয়ারি সাকিবের বরিশাল নিজেদের প্রথম ম্যাচ খেলবে নবাগত সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।
-নট আউট/টিএ