03/14/2025 বিপিএলে আসছেন না আফ্রিদি!!
নট আউট ডেস্ক
৩ জানুয়ারী ২০২৩ ২১:০২
নট আউট ডেস্কঃ এনওসি জটিলতায় লঙ্কান ক্রিকেটারদের না পাওয়ায় বিপাকে বিপিএল দলগুলো। এবার বিপাক আরও কিছুটা বেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কেননা দল সাজানোয় পেস বিভাগে সর্বাধিক গুরুত্ব দেওয়া পাক পেসার শাহিন আফ্রিদি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নবম আসরে দেখা যাবে না এই তারকা পেসারকে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন আফ্রিদি। ইনজুরি কাটিয়ে রিহ্যাব শুরু করেছেন তিনি। ক্রিকইনফোর ভাষ্যতে, ‘বিপিএল নয়, পিএসএল দিয়েই আবার বল হাতে মাঠে নামবেন পাকিস্তানের ভয়ঙ্কর ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। এদিকে আফ্রিদির না আসা চিন্তার নয় বলে মনে করেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সৈকতের মতে দেশি ক্রিকেটাররাই ম্যাচের ফলাফল এনে দিবে।
সৈকত বলেন, `আমি মনে করি, লোকালদের সুযোগ অনেক বেশি। তাদের ওপর সব দলগুলোই নির্ভরশীল। আমাদের দলও লোকালদের ওপর নির্ভর করেই করেছে। তাই আমাদের লোকালদের ওপর প্রত্যাশা থাকবে বেশি। আমরা যত ভালো পারফর্ম করব, দল ততই ভালো রেজাল্ট করবে।'
সৈকত যোগ করেন, 'খুবই অল্প কয়েকজন বিদেশি আছে, যারা পুরো টুর্নামেন্ট খেলবে। বাকি যারা আছে, সবাই আসা-যাওয়ার মাঝেই থাকবে। ফলে এটা প্রত্যাশা করা খুবই কঠিন, বিদেশি খেলোয়াড়রা এতো অল্প সময়ে এসে দলের সাথে মানিয়ে ভালো কিছু করে দেবে।`
-নট আউট/এমআরএস