03/14/2025 বিপিএল মাতাতে বাংলাদেশে আসছেন মালান
নট আউট ডেস্ক
৪ জানুয়ারী ২০২৩ ০১:১৮
নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর খেলতে বাংলাদেশে আসছেন ইংলিশ তারকা ব্যাটার ডেভিড মালান। আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে মাঠ মাতাতে তাকে। অবশ্য পুরো সিজনে মালানকে পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কুমিল্লার জার্সিতে মাত্র দুটি ম্যাচে দেখা যাবে তাকে।
চলতি মাসেই দুবাইয়ে শুরু হতে যাওয়া আইএল টি-২০ লিগে খেলবেন ডেভিড মালান। যার কারণে শুরুর দুটি ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি বিপিএলে পাবে মালানের সার্ভিস। বিপিএল খেলতে বাংলাদেশে আসার বিষয়টি মালান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্যান পেইজে একটি ভিডিও'র মাধ্যমে নিজেই করেছেন নিশ্চিত।
ভিডিও বার্তায় মালান বলেন, '২০২৩ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমাদের দলটি দারুণ। টুর্নামেন্ট শুরু করার জন্যে আমার তর সইছে না।'
সব ঠিক থাকলে বিপিএলের পর্দা উঠার আগেরদিন অর্থাৎ ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে আসবেন মালান। বিপিএলে দুটি ম্যাচ খেলেই এই ইংলিশ তারকা উড়াল দিবেন দুবাইয়ে। সেখানে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলবেন।
বিপিএলে অবশ্য এর আগেও দুই মৌসুমে খেলেছিলেন মালান। ২০১৫ সালে প্রথমবার বরিশাল বুলসের হয়ে মাঠ মাতান তিনি। এরপর ২০১৯ সালের কুমিল্লা ওয়ারিয়র্সের জার্সিতে খেলেন মালান। সেবার কুমিল্লাকে নেতৃত্বও দেন তিনি। ১১ ম্যাচ খেলে ১ সেঞ্চুরিতে ১৪৫ স্ট্রাইকরেটে করেছিলেন আসরে ৪৪৪ রান।
-নট আউট/টিএ