03/13/2025 কম আলোতেও খেলার মতো বল বানাতে চায় অস্ট্রেলিয়া
নট আউট ডেস্ক
৭ জানুয়ারী ২০২৩ ২৩:০৪
নট আউট ডেস্কঃ টেস্ট ক্রিকেটে আলোক স্বল্পতা কোন দলের জন্য বনে যায় আক্ষেপ, কেউ আবার খুঁজে পায় প্রশান্তি। তবে ক্রিকেটের ভাষায় এখানে নেই কোন প্রাপ্তি। তাই এই সমস্যা সমাধানে কাজ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। আলো কম থাকলেও যেন খেলা চালিয়ে যাওয়া যায় এমন বল তৈরী করতে চায় প্রতিষ্ঠানটি।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, খেলোয়াড়দের পক্ষ থেকে এমন বল তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন এসিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। টেস্ট ম্যাচে আলোর স্বল্পতার মধ্যে লাল বল দেখতে সমস্যা হয় ব্যাটারদের এবং ফিল্ডারদের।
ডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) হেরাল্ড ও এজকে গ্রিনবার্গ বলেছেন, ‘আমি তাদের (সিএ) সঙ্গে (বল তৈরি নিয়ে) কথা বলতে চাই। কী করা যায়, তা ভাবতে হবে। কাদের সঙ্গে এ নিয়ে কাজ করব, কীভাবে কাজ করব—এসব নিয়ে কথা বলতে হবে। কারণ, আইসিসি এসব নিয়ে কিছু করছে না। ক্রিকেটে এসব নিয়ে কেউ কাজ করছে না, তাই জায়গাটায় শূন্যতা বিরাজ করছে। কাউকে না কাউকে তো এটা করতে হবে। তাই আমরা এটা করতে চাই।’
-নট আউট/এমআরএস