03/13/2025 সেরা ক্রিকেটারদের ফেরাতে উইকেটের মানের প্রতি গুরুত্ব দিতে বললেন মালান
নট আউট ডেস্ক
৯ জানুয়ারী ২০২৩ ২১:০৪
নট আউট ডেস্কঃ একদা বিপিএল দারুণ ছিল। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কায়রন পোলার্ড, ফাফ ডুপ্লেসিস, মঈন আলীর মত বিশ্বমানের খেলোয়াড়দের দেখা যেত ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে। তবে সময়ের সাথে গুরুত্ব হারিয়েছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রতিযোগীতার বাজারে অন্যান্য লিগগুলোর চেয়ে অনেকটাই যে পিছিয়ে বিপিএল তা কর্তারা স্বীকার না করলেও সাধারন ক্রিকেট প্রেমীদের বোঝানো বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো বিসিবি এবং দলগুলোকে নিতে হবে বলে মনে করেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা ডেভিড মালান।
মালান বলেন, 'খেলার মান মূলত নির্ভর করে উইকেটের ওপর। চট্টগ্রামে গেলে বিশ্বের সেরা ব্যাটিং উইকেট পাবেন। এখানে ভিন্ন। আমার মনে হয় উইকেট যদি ধারাবাহিকভাবে ভালো থাকে, তাহলে ভালো খেলা হবে। তাহলে হয়তো ভালো ক্রিকেটারদের আকৃষ্ট করা যাবে। আমার মনে হয় এটিই টি-টোয়েন্টি ক্রিকেটের আসল ব্যাপার, ভালো উইকেটে খেলা।'
বিপিএল নিয়ে নিজের ভাবনা নিয়ে মালান বলেন, 'বিপিএল সব সময়ই উপভোগ করি। আমার ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের শুরুর দিকের টুর্নামেন্ট এটি। এখানে খেলেই আমি অনেক কিছু শিখেছি। আমি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছি। বিপিএলের শুরুতে আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, সুনীল নারাইন, পোলার্ডের সঙ্গে খেলেছি। ঠিক যেন আইপিএল দলের মতো। মান আগে ভালোই ছিল। এখন হয়তো বিসিবি ও দলের মালিকদের চ্যালেঞ্জ এটাই, বিশ্বের সেরা ক্রিকেটারদের ফিরিয়ে আনা।'
-নট আউট/এমআরএস