03/15/2025 ক্যামেরাম্যানকে ধাক্কা শান্ত’র, বাঁচালেন ছক্কা
নিউজ ডেস্ক
১০ জানুয়ারী ২০২৩ ০৪:৩৮
নিউজ ডেস্কঃ বিপিএলে বিনোদন নতুন কোনো ঘটনা নয় তবে আজ ঘটেছে কিছুটা ব্যতিক্রমধর্মী বিনোদন। সিলেটের ফিল্ডার নাজমুল হোসেন শান্ত মাশরাফির করা একটি বলে ছক্কা বাঁচানোর জন্য গিয়ে পড়ে বাউন্ডারির পাশে থাকা এক ক্যামেরাম্যানের উপর। বিপত্তি অবশ্য কিছু ঘটেনি। ছক্কার জায়গায় ব্যাটারকে মাত্র দুই রান দিয়েছেন শান্ত।
মাশরাফির করা ইনিংসের ৪র্থ ওভারে কুমিল্লার হয়ে ব্যাট করছিলেন ডেভিড মালান। আকাশে ওড়িয়ে মারা বলটি হাতে পেয়ে শান্ত অবশ্য বোঝেন যে, বলটি ধরলে নিশ্চিত ছয় হয়ে যাবে। আর তাই বলকে বাউন্ডারির ভেতরে রেখে চলে যান বাউন্ডারির বাইরে। কিন্তু তিনি কোনোভাবেই বুঝতে পারেন নাই যে, সীমানার ওপারে ক্যামেরাম্যান ডাগআউটে কারও ছবি নিতে ব্যস্ত।
নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো নাজমুলের শরীরের ধাক্কায় পড়ে যান ক্যামেরাম্যান। তবে প্রাথমিকভাবে ধারণা করা গেছে যে, কেউ তেমন কোনো আঘাত পাননি। ভিডিওর রিপ্লেটি বারবার দেখানো হয়েছিলো আর তাতেই বোঝা গেছে যে, খেলার বাইরেও কিছু বিনোদনের খোরাকের জন্ম নিয়েছে এই ঘটনাটি।
- নট আউট/ডব্লিউআর।