03/13/2025 আনুষ্ঠানিকভাবে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব
নট আউট ডেস্ক
১০ জানুয়ারী ২০২৩ ২৩:৩৪
নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি।
এবারের বিপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছে বরিশাল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেই ম্যাচে দলটির অধিনায়কত্ব করেছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচটি অবশ্য হেরে যায় বরিশাল।
গত আসরে বরিশালের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। সেই আসরে দলকে ফাইনালও খেলিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবারও আছেন এই দলে।
তাই ধরেই নেয়া হয়েছিল সাকিবই নেতৃত্ব দেবেন এ আসরে। টুর্নামেন্ট শুরুর আগের দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অবশ্য ছিলেন মিরাজ। তখন বলা হয়েছিল, দলের প্রতিনিধি হয়ে এসেছেন তিনি।
কিন্তু গত শনিবার (৭ জানুয়ারি) মিরাজকে টসে দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান অনেকেই। তবে টসের ২৫ মিনিট পর দলের পক্ষ থেকে জানানো হয় ম্যানেজার সাজ্জাদ আহমেদের বার্তা, ‘ম্যাচ বাই ম্যাচ ঠিক করা হবে, কে হবেন অধিনায়ক।’
এবার এই তত্ত্ব থেকে সরে এসেছে বরিশাল। একটু পরই সাকিবের অধীনে দলটি রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে।
-নট আউট/এমআরএস