03/13/2025 ভারত সফরে খেলা হচ্ছে না স্টার্কের
নট আউট ডেস্ক
১১ জানুয়ারী ২০২৩ ০২:২৩
নট আউট ডেস্কঃ আগামী ফেব্রুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া দল। আসন্ন এই সিরিজটি দু'দলের জন্যই হতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ। কেননা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা দৌড়ে রয়েছে দু'দলই। তবে, গুরুত্বপূর্ণ এই সিরিজের খানিকটা অস্বস্তিত রয়েছে অস্ট্রেলিয়া শিবিরে।
দলের তারকা ক্রিকেটারদের একের পর এক চোট সেই দুশ্চিন্তা বাড়িয়েছে আরও বেশি। এদিকে ভারত সফরের প্রথম টেস্টে খেলা হচ্ছে না দলটির তারকা পেসার মিচেল স্টার্কের। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টার্ক নিজেই করেছেন সেটা নিশ্চিত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে চোট পেয়েছিলেন স্টার্ক। ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে বল লাগে আঙুলে। স্ক্যানের পর ধরা পড়ে মধ্যমায় চিড় ধরেছে এই পেসারের। যার কারণে সিডনি টেস্টে দর্শক হয়েই কাটাতে হয়েছে স্টার্ককে।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টার্ক বলেছেন, ‘সম্ভবত এটাই হতে চলেছে (ভারতের বিপক্ষে প্রথম টেস্টে না খেলা)। চলতি মাসের শেষে আমি বুঝতে পারব কতটা উন্নতি হয়েছে বা আদৌও হয়েছে কিনা। আশা করছি দ্বিতীয় টেস্টের আগেই সেরে উঠব। যদি টিম ম্যানেজমেন্ট আমাকে খেলাবে মনে করে তাহলে নিশ্চয় খেলাবে। দেখতে হবে তখন আমার আঙুলের চোটটা কেমন আছে।’
উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। স্টার্ক ছাড়াও চোট সমস্যা রয়েছে অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনেরও। ভারত সফরে এই তারকা অলরাউন্ডারকে পাওয়া নিয়েও রয়েছে সংশয়।
-নট আউট/টিএ