03/12/2025 মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল বরিশাল
নট আউট ডেস্ক
১১ জানুয়ারী ২০২৩ ০৩:৫৪
নট আউট ডেস্কঃ চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রানের পাহাড় গড়েও সিলেটের কাছে হারতে হয়েছিল সাকিবের ফরচুন বরিশালকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেয়েছে সাকিবরা। মেহেদী মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে রংপুরকে তারা হারিয়েছে ৬ উইকেটে।
মিরপুরে দিনের প্রথম খেলায় আগে ব্যাট করা রংপুর রাইডার্স শোয়েব মালিকের হাফ সেঞ্চুরিতে ভর করে সংগ্রহ করে ১৫৮ রান। জবাবে ইব্রাহিম জাদরান ও মেহেদী মিরাজের ব্যাটে চড়ে ৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই আসরে প্রথম জয় তুলে নেয় ফরচুন বরিশাল। অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করা রংপুর পেয়েছে প্রথম হারের স্বাদ।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৫৮/৭ (২০ ওভার)
মালিক ৫৪*, রনি ৪০;
মিরাজ ২/২১।
ফরচুন বরিশালঃ ১৬২/৪ (১৯.২ ওভার)
ইব্রাহিম ৫২, মিরাজ ৪৩;
রাজা ২/১৪।