03/13/2025 হেরেই চলছে তামিমের খুলনা টাইগার্স
নট আউট ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৩ ০৯:৩৯
নট আউট ডেস্কঃ বোলারদের দারুণ নৈপুণ্যে খুলনা টাইগার্সকে ১৩০ রানেই আটকে দেয় রংপুর রাইডার্স। সেই টার্গেট তাড়া করতে নেমে বিপাকেও পড়তে হয়েছে রংপুরকে। তবে, অভিজ্ঞ শোয়েব মালিকের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর, শামীম পাটওয়ারির ছোট্ট ক্যামিওতে ৪ উইকেটের জয় তুলে নেয় দলটি। অন্যদিকে বিপিএলের চলতি আসরে এখনো জয়ের দেখা পায়নি তামিম-রাব্বিদের খুলনা টাইগার্স।
চট্টগ্রামে এদিন আগে ব্যাট করে ১৩০ রানে গুটিয়ে যায় তিস্তা পাড়ের দল খুলনা টাইগার্স। দলের পক্ষে ৩৪ রান করেন আজম খান। রংপুরের পক্ষে দারুণ ছন্দে থাকা পেসার রবিউল একাই নেন ৪টি উইকেট।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর রাইডার্স। তবে, শোয়েব মালিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের দল। এই জয়ে তিন ম্যাচ খেলে, দ্বিতীয় জয় পেয়েছে দলটি। শোয়েব মালিক করেন ইনিংস সর্বোচ্চ ৪৪ রান।