03/17/2025 জিতেও সেমিতে উঠা হলো না বাংলাদেশের
নট আউট ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৩ ০৮:১১
নট আউট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলেও সেমিতে উঠা হলো না বাংলাদেশের মেয়েদের। সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে দিশা-মারুফারা। তবে, রান রেটে পিছিয়ে থাকায় সুপার সিক্স থেকেই বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে টাইগ্রেসদের।
এদিন আগে ব্যাট করা আরব আমিরাতের মেয়েদের, নির্ধারিত ২০ ওভারে মাত্র ৬৯ রানেই গুটিয়ে দেয় বাংলার মেয়েরা। বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট নেন রাবেয়া খান, মারুফার শিকার দুই উইকেট। জবাব দিতে নেমে মাত্র ৫৫ বলেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। স্বর্না করেন সর্বোচ্চ ৩৮ রান। ভারত ও অস্ট্রেলিয়ার সমান ৬ পয়েন্ট নিয়েও সুপার সিক্স থেকে বাদ পড়েছে বাংলাদেশ।