03/14/2025 বাংলাদেশ সফরের শক্তিশালী দল ঘোষণা ইংল্যান্ডের
নট আউট ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৩১
নট আউট ডেস্কঃ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আসন্ন এই সফরের জন্য আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন রেহান আহমেদ সহ একাধিক নতুন মুখ।
ইংলিশদের ঘোষিত স্কোয়াডে রেহান আহমেদ ছাড়াও প্রথমবার ডাক পেয়েছেন ব্যাটার টম অ্যাবেল। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার সাকিব মাহমুদ। অধিনায়ক জস বাটলার ছাড়াও স্কোয়াডে রয়েছেন মঈন আলী-জফরা আর্চারের মতো তারকা ক্রিকেটার।
আগামী ১ মার্চ শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবেই এই সিরিজটি খেলবে দু'দল। আগামী ৯, ১২ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান,আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।
টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক)টম অ্যাবেল,রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, ক্রিস ওকস, মার্ক উড।
-নট আউট/টিএ