03/14/2025 কৃষি মাঠ থেকে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম আলোচনায় মারুফা
নট আউট ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪৮
নট আউট ডেস্কঃ চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে সেই ম্যাচে বোলারদের মধ্যে সফল ছিলেন কেবলই পেসার মারুফা। ২৩ রান খরচে ৩ উইকেট নেওয়া এই পেসার বর্তমানে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম আলোচনায়।
টূর্ণামেন্টে টিকে থাকার লড়াইয়ে ১৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অজি কোচ শেলি নিশচেক কথা বলেছেন মারুফাকে নিয়ে।
শেলি বলেন,আমি তাকে বোলিং করতে দেখেছি। সে দারুণ বোলিং করে। সে এমনই একজন যাকে নিয়ে আজ আমরা কথা বলেছি। আমি নিশ্চিত ব্যাটাররা তাকে নিয়ে ভাববে এবং তার বিপক্ষে পরিকল্পনা করবে। বেশ কয়েক ব্যাটারই তার বোলিং দেখেছে। সে গত রাতে অসাধারণ ছিল। তাই সে যখন বোলিংয়ে আসে আমাদের তখন তাকে নিয়ে পরিকল্পনা করতে হবে।'
-নটআউট/এমআরএস