03/12/2025 বিপিএল ইতিহাসে প্রথমবার ফাইনালে সিলেট
নট আউট ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৮
নট আউট ডেস্কঃ ফাইনালে উঠার প্রথম সুযোগটা হেলায় হারিয়েছিল মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। তবে, টেবিল টপার হওয়ার সুবাধে মাশরাফিদের সামনে ছিল দ্বিতীয় সুযোগও। সেই সুযোগটা অবশ্য কড়ায় গণ্ডায় উশুল করেছে সিলেট। আর তাতেই রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স।
মিরপুরে এদিন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করে শান্ত-মাশরাফিদের ব্যাটে চড়ে ১৮২ রানের পাহাড় গড়ে সিলেট স্ট্রাইকার্স। জবাবে, রনি তালুকদার কিংবা নিকোলাস পুরানের ঝড়ও পারেনি রংপুরকে রক্ষা করতে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৬৩ রানে থামে সোহানদের ইনিংস।
১৯ রানের জয়ে দ্বিতীয় দল হিসেবে বিপিএল ফাইনাল নিশ্চিত করল সিলেট স্ট্রাইকার্স। আগামী ১৬ ফেব্রুয়ারি বিপিএলের মেগা ফাইনালে মাশরাফিদের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।