03/14/2025 রাইলি রুশোতে বিধ্বস্ত বাবর আজমরা
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৬
নিউজ ডেস্কঃ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রাইলি রুশো ও কাপ্তান মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ের উপর ভর করে পেশোয়ার জালমীকে ৫৬ রানে হারিয়েছে মুলতান সুলতানস। ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো রিজওয়ানরা।
টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রান করে মুলতান সুলতানস। দলের পক্ষে রাইলি রুশো ৩৬ বলে ৭৫ রান করেন। এছাড়া অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬৬ রান করেন।
জয়ের জন্য ২১১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বাবর আজমের উইকেট হারালেও ২য় উইকেট জুটিতে মোহাম্মদ হারিস ও সাইয়াম আইয়ুবের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পেশোয়ার জালমী। মাত্র ৮ ওভারে স্কোরবোর্ডে ৮৮ রান তুলে ফেলার পরে রান আউটে কাটা পড়ে হারিস। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাবর আজমরা।
তরুন সাইয়াম আইয়ুব ৩৭ বলে ৫৩ ও মোহাম্মদ হারিস ২৩ বলে ৪০ রান করেন। পেশোয়ারের ইনিংস থামে ১৫৪ রানে। মুলতান সুলতানসের হয়ে উসামা মির ও ইহসানুল্লাহ ৩টি করে উইকেট লাভ করেন।
রাইলি রুশো ম্যান অব দি ম্যাচ নিবাচিত হন। করাচিতে আজ দিনের একমাত্র খেলায় করাচি কিংসের বিপক্ষে মাঠ নামবে কোট্টা গ্ল্যাডিয়েটরস।
নট আউট/ডব্লিউআর।