03/12/2025 জাদেজা-অশ্বিনের তোপে আড়াই দিনে শেষ দিল্লি টেস্ট
নট আউট ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ০২:০৪
নট আউট ডেস্কঃ নাগপুর টেস্টের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টেও জিতল ভারত। তবে, সহজ জয়টা একটু কঠিন করেই জিততে হয়েছে স্বাগতিকদের। অজিদের ১১৪ রানে আটকে দিয়ে সেই রান তুলতে ভারত হারায় ৪ উইকেট। দিল্লিতে ৬ উইকেটে জিতে চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন রোহিত শর্মার দল।
শনিবার শেষ বিকেলে খানিকটা আগ্রাসী ব্যাটিংই করেন ট্রাভিস হেড ও মার্নাস ল্যাবুশেন। রবিবার অবশ্য অশ্বিন-জাদেজার তোপে সাত সকালেই খেই হারায় অজিরা। ভারতীয় এই দুই স্পিনারের বল সামলাতেই পারেনি কোন অজি ব্যাটার। যার শুরুটা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
আর অস্ট্রেলিয়ার ইনিংসের শেষটা করেন রবীন্দ্র জাদেজা। তাতেই ১ উইকেটে ৬১ রান নিয়ে দিন শুরু করে অজিরা গুটিয়ে যায় ১১৩ রানে। জবাবে রোহিত-পূজারার ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।