03/14/2025 করিম জানাত ঝড়ে সিরিজ আফগানিস্তানের
নট আউট ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৯
নট আউট ডেস্কঃ আগের দুই ম্যাচে একটি করে জয়ে, স্বাগতিক আরব আমিরাত ও আফগানিস্তানের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছিল অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারণের এই ম্যাচে লড়াইটাও হয়েছে হাড্ডাহাড্ডি। করিম জানাতের ঝড়ে শেষ হাসিটা হেসেছে অবশ্য আফগানরাই।
দুবাইয়ে এদিন আগে ব্যাট করে, দুই ওপেনারের জোড়া হাফ সেঞ্চুরিতে ১৬৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আরব আমিরাত। জবাবে করিম জানাতের ২২ বলে ঝড়ো ৫৬ রানে, ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান। ফলে, তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল সফরকারীরা।
১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৬ রান যোগ করে আফগানিস্তান। ২০ রান রহমানউল্লাহ গুরবাজের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন গুলবাদিন নাইব৷ আফসার জাজাইও ইনিংসটা করতে পারেনি লম্বা৷ নাজিবুল্লাহও ফিরেন ১ রানে৷ বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন ইব্রাহিম জাদরান।
পঞ্চম উইকেট জুটিতে ইব্রাহিমকে দারুণ সঙ্গ দেন করিম জানাত। ইব্রাহিম ধীরেসুস্থে ব্যাটিং করলেও অন্যপ্রান্তে রীতিমতো ঝড় তোলেন করিম জানাত। তাতেই হারতে বসা ম্যাচে লড়াইয়ে ফিরে আফগানিস্তান। এই দু'জনের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটি আর ভাঙতেই পারেনি আরব আমিরাতের বোলাররা। দু'জনই তুলে নেন হাফ সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে আফগানিস্তান। ৫ চার ও ১ ছক্কায় ৫১ বলে ৬০ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরান। ঝড় তোলা করিম জানাত ৪ চার ও ৫ ছক্কায় ২২ বলে ৫৬ রান। আরব আমিরাতের পক্ষে ২টি উইকেট নেন জহুর খান।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে স্বাগতিক আরব আমিরাত। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মোহাম্মদ ওয়াসিম এদিন খেলেন ৫০ বলে ৭৫ রানের (৮ চার ও ৩ ছক্কা) ইনিংস। এছাড়া আরেক ওপেনার অরবিন্দ খেলেন ৫৯ রানের ইনিংস। আফগানিস্তানের পক্ষে অধিনায়ক রশিদ খান নেন ২টি উইকেট।
-নট আউট/টিএ