03/14/2025 হাথুরুসিংহে আসছেন আজ
নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪০
নিউজ ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে দায়িত্বে নিতে আজ সোমবার বাংলাদেশে আসছেন। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদে বাংলাদেশে এসেছিলেন লংকান এই কোচ। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে ১ম মেয়াদে হাথুরের অধীনে নিজেদের ওয়ানডে ফরম্যাটে বেশ শক্তিশালী হয়ে উঠে টাইগাররা। তার অধীনেই পাকিস্তান, ভারত ও দক্ষিন আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো টিম বাংলাদেশ। এছাড়াও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলেছিলো মাশরাফিরা।
গেলো টার্মে নিজের বিদায় সুখকর না হলেও মূলত এইবার টেষ্ট ও টি-টুয়েন্টি ফরম্যাটের উপর জোড় দিতেই তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। নিজের প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ।
আগামী ১লা মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবো টিম টাইগাররা।
নট আউট/ডব্লিউআর।